Sunday, February 24, 2019

খেলার মাঠে

 

আজ আমাদের ইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা সুন্দর চাঁদোয়া টাঙানো হয়েছে। সেখানে বসে আছেন পুরোনো কয়েকজন নামি খেলোয়াড়। ওঁরাই পুরস্কার দেবেন। হাইজাম্প, লংজাম্প, সাধারণ দৌড়, মিঠাই দৌড়, পা-বাঁধা দৌড়, দড়ি টানাটানি-- আরও কত রকম প্রতিযোগিতা। যারা কোনো বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তারা পুরস্কার পাবে। ফাল্গুনি, পান্না আর সেলিম খুব ভালো দৌড়ায়। মেয়েদের মধ্যে সেলিনা, চম্পা আর রুনার মধ্য একজনের প্রথম হবার সম্ভাবনা। হাইজম্পে ওস্তাদ হল রবিন আর পল্লব। দড়ি টানাটানিতে যোগ দেবেন মাস্টারমশাইরা আর পুরোনো ছাত্রেরা। আর মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যোগ দেবেন আমাদের মেয়েরা আর দিদিমণিরা। সবচেয়ে মজার খেলা হল 'যেমন খুশি সেজে এসো' । সাজার ঘরটায় গিয়ে আমি তো অবাক। কাওকে চিনতে পারছি না যে!

No comments:

Post a Comment