(১)
একটি আছে দুষ্টু মেয়ে,একটি ভারি শান্ত,
একটি আছে দখিন হওয়া,
আরেকটি দুর্দান্ত।
(২)
আসল কথা, দুটি তো নয়
একটি মেয়েই মোটে,
হটাৎ ভালো হটাৎ সেটি
দস্যি হয়ে ওঠে।
(৩)
একটি আছে ছিঁচকাঁদুনি
একটি করে ফুর্তি,
একটি থাকে বায়না নিয়ে,
একটি খুশির মূর্তি।
(৪)
আসল কথা, দুটি তো নয়
একটি মেয়েই মোটে,
কান্না হাসির লুকোচুরি
লেগেই আছে ঠোঁটে।
অজিত দত্ত
এই সব ছড়াগুলো শৈশব স্মৃতিতে আগলে রাখে । ধন্যবাদ আপনাকে ।
ReplyDeleteআমার আব্বা আমাকে সবসময় এই ছড়াটা শোনায়
ReplyDeleteকবিতায় কয়টি মেয়ের কথা বলা হয়েছে?
ReplyDelete