Tuesday, January 1, 2019

হিংসার ফল

  সাগরের তলে ছিল গুপ্ত পাহাড়। পাহাড়টা কোথায় তা ভালো বোঝা যেত না। ধাক্কা লেগে জাহাজ ডুবে যেত।
এক সাধু ভাবতে লাগলেন জাহাজ কিভাবে বাঁচানো যায়। তাঁর অসম্ভব সাহস। সাগরে ঢেউ উঠছে, ঢেউ পড়ছে। তিমি আছে, হাঙর আছে। সাধু তবু ভয় পেলেন না। সাঁতরে গিয়ে তিনি পাহাড়ের গায়ে একটি ঘণ্টা বেঁধে দিলেন। ঢেউয়ের দোলায় ঘণ্টা বাজতো। জাহাজের নাবিকেরা বুঝতো পাহাড়টা কোথায়। তাতেই জাহাজ বেঁচে যেত। এজন্য সবাই সাধুর গুনগান করত।
   তাতে এক ডাকাতের হিংসে হল। সে সাগরের বুকে ডাকাতি করে বেড়াত। একদিন সে এক কান্ড করলো । ওই ঘন্টাটা কেটে দিলো।
  কিছু দিন বাদে ওই পথেই ফিরছিল সে । চারদিকে ঘণ কুয়াশা। ডাকাত টা ভাবল, ইস্ ঘণ্টাটা যদি থাকত। ভাবতে না ভাবতেই জোর ধাক্কা। ভীষণ আওয়াজ করে জাহাজটা ডুবে গেল।

No comments:

Post a Comment