Monday, December 31, 2018

পরিবেশ ও আমরা


  কী  অবাক-করা  এই  পৃথিবী। গাছপালা,
ফলফুল, পশুপাখি, নদীনালা, হাওয়া, মাটি,
আলো এমনি কত কী ! সূর্য আমাদের আলো
আর উত্তাপ দেয়। সূর্য না থাকলে কেও বাঁচত
না । গাছ যেমন মাটি থেকে রস নেয়, তেমনি
সূর্যের আলো থেকেও সে খাবার তৈরি করে ।
সেই গাছ আমাদের ফল দেয় ফুল দেয় ।
আবহাওয়াকে শীতল রাখে।
    গাছ আমাদের অক্সিজেন দেয় । এই অক্সিজেন আমাদের সকলের বেঁচে থাকার জন্য দরকার । একটা গাছ কাটলে তার বদলে পাঁচটি নতুন চারা আমাদের লাগাতে হবে। ছোটো চারা একদিন মস্ত গাছ হয়ে উঠবে। গাছ বেশি নস হলে বৃষ্টি হবেনা, মাটি শুকিয়ে যাবে, ফসল ফলবে না। গরমে খুব কষ্ট হবে। নদীনালা পুকুর সবাই বৃষ্টি চাই।
    একটি কাঠঠোকরা ঠক ঠক করে শক্ত ঠোঁটে গাছে ঠোক্কর দিচ্ছে ! আমরা ভাবছি পাখিটা বড়ো দুস্টু।  আসলে সে গাছের পোকা খাচ্ছে। তাতে গাছ বেশিদিন বাঁচবে 
   আমরা যদি একে অন্যের কথা ভাবি তাহলে সকলেরই ভালো হয়।

No comments:

Post a Comment