Saturday, December 22, 2018

চলার পথে এগিয়ে দেখি

একটি বাস্তব ঘটনা 
ঘটনাটি কোনো জায়গা থেকে নেওয়া নয় আমরা চোখের সামনে ঘটেছে ।
আমি একদিন শিয়ালদাহ টু লালগোলা পাসেঞ্জার, একটি ট্রেন যাতায়াত করছিলাম । ট্রেনের মধ্য খুব ভিড় ছিলনা, তবে একদম ফাঁকাও ছিলনা। আমার বামদিকের সামনে বয়স্ক ব্যাক্তি বসে আছেন । হঠাৎ এক ভদ্রলোক উঠলেন এই কামড়াতে, মজার ব্যাপার এই যে-ভদ্রলোক বয়স্ক লোকটিকে বললো দাদা একটু ঘেঁষে বসুন তাহলে আমি একটু বসতে পারবো ।
বয়স্ক লোকটি রেগে গিয়ে বলল একজন বাবার বয়সের লোককে ঘেঁষে বসতে বলছো লজ্জা করেনা👿 ?
বয়স্ক ব্যাক্তি বলল আমার বয়স কত তুমি জানো?👿
একজন বাবার বয়সের মানুষের সঙ্গে কিভাবে ব্যাবহার করতে হয় জানো না?👿👿👿
 তাছাড়া আমি একজন গানের শিল্পী জেনে সম্মান করা উচিত 👿👿
একটি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছি।
এরপর ভদ্রলোক ওই ব্যাক্তিকে জিজ্ঞেস করল আপনার বয়স কত? বয়স্ক ব্যাক্তি বলল আমার বয়স ষাট বছর।
ভদ্রলোক বলল আপনি আমার বয়স জানে?- বয়স্ক ব্যাক্তি বলল না। আমার বয়স ষাট বছর । তখন ওই ব্যক্তি অবাক হয়ে বলল আপনার বয়স ষাট 😟😟😟।
ভদ্রলোক বলল হ্যাঁ। তখন ওই ব্যক্তি বলল ভাই আমার ভুল হয়ে গিয়েছে কত আকথা কুঁকথা না বলেছি আমাকে ক্ষমা কোতে দাও । এবার ভদ্রলোক বলল চেহেরা দেখে কারো বয়স অনুমান করবেন না ।
 মজার বিষয় দুজনেরই ষাট হওয়া সত্বেও  বয়স্ক ব্যাক্তি কেন বললেন আমি তোমার বাবার সমতূল্য?

No comments:

Post a Comment