পিঁপড়ে বললো --এই হাড়-কাঁপানো শীতে আমার কাছে এসেছ কি মনে করে?
ফড়িং বললো--ভাই ঘরে খাবার নাই মোটে। তোমার কাছে কিছু খাবার ধার চাইতে এসেছি।
পিঁপড়ে অবাক হয়ে বললো--তোমার খাবার তো আমার কাছে নেই। তবে গরমের দিনগুলোতে কি করছিলে? তখন তোমার খাবার তুমি জোগাড় করোনি কেন?
ফড়িং কাঁদো কাঁদো হয়ে বললো--সময় পাইনি ভাই গরমের দিনগুলো গান গেয়ে গেয়ে কাটিয়েছি ।
পিঁপড়ে রেগে গিয়ে বললো--শীতের দিনগুলো নেচে নেচে কাটিয়ে দাও।
Thank you.
ReplyDelete