Friday, December 28, 2018

নেমন্তন্ন

    নন্দকে  জানালা    দিয়ে    দেখে    চেঁচিয়ে
বললাম-সক্কাল বেলায় উঠে কোথায়  যাচ্ছিস
 রে ?
     নন্দ  বলল-কোন্নগর  যাচ্ছি । অন্নদাদিদির
বাড়ি । দিদির  ছেলের  মুখেভাত । মাসি  আর
মেসোমশাই  আসবে অনন্তপুর থেকে । আমার
 মাসতুতো বোন তিন্নি আর উত্তমাও  আসবে ।
  আমার  ছোটো ভাই চিত্ত  আছে  মান্নাপাড়ায়
 পিসিমণির কাছে । চিত্তকেও সঙ্গে নিয়ে যাব ।
মান্নাপাড়া আমার যাবার পথেই পড়বে । আরও
অনেকের ইমন্তন্ন ।
          বললাম-পথে    রোদ্দুর      হবে ।   ছাতা
নিয়েছিস তো ?
      নন্দ বলল-নিয়েছি ।
         -কবে ফিরবি নন্দ ?
          -আজ আর ফিরতে পারব না । রাত্তিরটা
কোন্নগড়েই থাকব । কাল ফিরব ।

No comments:

Post a Comment