মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মোসলমান। মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ॥ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান॥ এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাঁই, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান॥ চিনতে নেরে আঁধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই ভায়ে ভায়ে জানাজানি। কাঁদব তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান॥
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা কবি দ্বিজেন্দ্রলাল রায়
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজান এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি
আজ আমাদের ইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা সুন্দর চাঁদোয়া টাঙানো হয়েছে। সেখানে বসে আছেন পুরোনো কয়েকজন নামি খেলোয়াড়। ওঁরাই পুরস্কার দেবেন। হাইজাম্প, লংজাম্প, সাধারণ দৌড়, মিঠাই দৌড়, পা-বাঁধা দৌড়, দড়ি টানাটানি-- আরও কত রকম প্রতিযোগিতা। যারা কোনো বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তারা পুরস্কার পাবে। ফাল্গুনি, পান্না আর সেলিম খুব ভালো দৌড়ায়। মেয়েদের মধ্যে সেলিনা, চম্পা আর রুনার মধ্য একজনের প্রথম হবার সম্ভাবনা। হাইজম্পে ওস্তাদ হল রবিন আর পল্লব। দড়ি টানাটানিতে যোগ দেবেন মাস্টারমশাইরা আর পুরোনো ছাত্রেরা। আর মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় যোগ দেবেন আমাদের মেয়েরা আর দিদিমণিরা। সবচেয়ে মজার খেলা হল 'যেমন খুশি সেজে এসো' । সাজার ঘরটায় গিয়ে আমি তো অবাক। কাওকে চিনতে পারছি না যে!
বিয়ে করার পূর্বে এই কাহিনীটা ভাল করে মনে রাখবেন…
.
এক যুবক তার যৌবন কে সারাটা জীবন খারাপ কাজে ব্যয় করেছে। এবার তার বিয়ের সময় হয়েছে। কিন্তু তার মনে একটাই চিন্তা আমি খারাপ হলেও, ভাল একটা মেয়ে বিয়ে করবো তা যেভাবেই হোক না কেন। এমন চিন্তা করে সে এক জায়গায় পাএী দেখতে গেল। সে দেখল মেয়ে খুব সুন্দরী। বিয়ে করতে ইচ্ছে হল। বিয়ের তারিখ ও ঠিক হয়ে গেল। কিন্তু ছেলের মনে একটাই চিন্তা মেয়ে ভাল হওয়া লাগবে। তাই এবার সে মেয়ের কাছাকাছি গিয়ে বলল, আমি তো তোমাকে বিয়ে করবই। তার আগে আস আমরা নতুন পার্কে গিয়ে ঘুরে আসি। মেয়ে রাজী হল না। অনেক চেষ্টা করে রাজি করাল। তারা নতুন নতুন জায়গা দেখল। যুবকটি এবার মেয়েটিকে গোপন জায়গায় নিয়ে খারাপ কাজের প্রস্তাব দিল। মেয়েটি চিন্তা করল। সে তো আমাকেই বিয়ে করবে। তাই সে সব দিয়ে দিল। যুবক কাজ শেষে চিন্তা করল যেই মেয়ে বিয়ের আগেই আমাকে সব দিয়ে দিল, সেই মেয়ে না জানি আরো কতজনকে দিয়ে
হয়েছে। তাই সে চিন্তা করল এই মেয়ে বিয়ে করবে না।
.
সে চলে গেল আরেক জায়গায় পাএী দেখতে। সেখানেও এরকম ঘটনা ঘটল। এভাবে সে ছয়টা মেয়ের ইজ্জত নষ্ট করেছে। সে এবার নিরাশ হয়ে তার পিরের কাছে সব ঘটনা খুলে বলল। পীর তাকে একটা তাবীজ দিয়া দিলেন। এবার সে এক জায়গায় গেল পাএী দেখতে। মেয়ে খুব সুন্দরী তাই তার বাবা বিয়ের দিন ঠিক করল। কিন্তু ছেলের চিন্তা হল মেয়ে খাটি হতে হবে। তাই পরীক্ষা করার জন্য পুর্বের মত তাকে ও পার্কে জাওয়ার জন্য প্রস্তাব দিল। মেয়েটি এই প্রস্তাব শুনে আগুনের মত ক্ষেপে গিয়ে বলল, খবরদার আমরা ধার্মিক পরিবারের মেয়ে। বিয়ের আগে এ কাজ করব না। চলে যাও এখান থেকে। যুবকটি চিন্তা করল এই মেয়ে না জানি আরো কত যুবককে তারিয়ে দিয়েছে।
.
অনেক চেষ্টা করে তাকে বিয়ে করে। বাসর রাতে খুব কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করল; আচ্ছা বউ বিয়ের আগে পার্কে গিয়ে তোমাকে ভোগ করতে চেয়েছিলাম, তখন তুমি দাওনি এখন তো তুমি সবই দিয়ে দিচ্ছ। ধমক দিয়ে লাভটা হইলো কি? বউ এবার নরম সুরে স্বামীর মাথায় হাত রেখে বলছে স্বামীগো, আল্লার কসম তোমার আগে আরো ছয়জন পুরুষ আইসা আমারে বিয়ার কথা বলে ছয়বার নষ্ট করছে। এরপর চিন্তা করলাম বিয়ের আগে আর কাউকে দিবনা। তাই তোমাকেও দেইনি। স্বামী কপালে হাত দিয়া বলল তাবিজ দিয়া লাভটা হইল কি? যেমন কর্ম তেমন ফল।
.
তাই আসুন নিজেকে পবিএ করি। নতুবা এরকমই হবে। আল্লাহ তায়ালা ভাল পুরুষকে ভাল মেয়ের সাথে মিলিয়ে দিবেন। এটাই আল্লাহর ওয়াদা।